ঢাকা | নভেম্বর ২৮, ২০২৫ - ১০:৪৬ অপরাহ্ন

রাজশাহীর বুলনপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

  • আপডেট: Friday, November 28, 2025 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: বহিষ্কার আদেশ প্রত্যাহার নিয়ে বিরোধে রাজশাহী নগরীর কোর্ট বুলনপুর এলাকায় বিএনপির দুই গ্রুপের সংর্ঘষ হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হওয়া সংঘর্ষে লাঠির আঘাতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই নগরীর রাজপাড়া থানার এলাকার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল আমিন টুনু এবং একই ওয়ার্ডের বিএনপির সভাপতি রকিব উদ্দিন টুটুলের মধ্যে বিরোধ চলে আসছিলো।

শুক্রবার সন্ধ্যায় ওয়ার্ডের দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভা ছিল।

সেখানে সদ্য বহিষ্কার প্রত্যাহার হওয়া সাবেক কাউন্সিলর রুহুল আমিন টুনু দলবলসহ যোগ দেয়।

এসময় বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়া এবং দলীয় কার্যক্রমে অংশ নেয়া নিয়ে টুটুল গ্রুপের সাথে কথা কাটাকাটি হয়। এর জেরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। লাঠির আঘাতে ৫ জন সামান্য আহত হন।

রাজশাহী মহানগর বিএনপির রাজপাড়া থানার সভাপতি মিজানুর রহমান জানান, সংঘর্ষে পর উভয়পক্ষকে নিয়ে একসাথে বসে আলোচনা করা হয়েছে। বিষয়টি মিমাংসা করার চেষ্টা হচ্ছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিস্থিতি শান্ত করা হয়েছে।