ঢাকা | নভেম্বর ২৮, ২০২৫ - ১০:৫৯ অপরাহ্ন

মহাদেবপুরে মাদ্রাসার সভাপতির স্ত্রীকে আয়া পদে নিয়োগের পাঁয়তারা

  • আপডেট: Friday, November 28, 2025 - 9:37 pm

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির স্ত্রীকে ওই মাদ্রাসাতেই আয়া পদে নিয়োগ দানের পাঁয়তারার অভিযোগ করা হয়েছে।

গ্রামবাসী এ ব্যাপারে লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছে। তারা এই নিয়োগের ব্যাপারে অনৈতিক লেনদেনের অভিযোগ করে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আবেদন জানান। উপজেলার উত্তরগ্রাম হাট হাটখোলা দাখিল মাদ্রাসায় আয়া পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়।

একজন প্রার্থী ইতি খানমের মামা ওইগ্রামের মৃত আবীর উদ্দিন সরদারের ছেলে রাশেদুল ইসলাম অভিযোগ করেন যে, নিয়োগ প্রক্রিয়ার আগেই ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শহীদুল ইসলাম পলাশের স্ত্রী স্বপ্না খানমকে ওই পদে নিয়োগ দানের জন্য নির্বাচিত করা হয়েছে। এখন শুধুমাত্র লোক দেখানো আনুষ্ঠানিকতা সারা হচ্ছে। এজন্য ওই মাদ্রাসার সুপার আট লক্ষ টাকা চুক্তি করেছেন। স্বপ্না খানমকে পরীক্ষায় জেতানোর জন্য সভাপতির আত্মীয় মিম আকতার ও পান্না আকতারকে ডামি প্রার্থী হিসেবে রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, উপজেলা নির্বাহী অফিসার অভিযোগটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন। মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম জানান, তিনি নিয়োগ বোর্ডের একজন সদস্য। তার ঊর্ধ্বতন কর্মকর্তা অভিযোগের ভিত্তিতে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে পারেন। জানতে চাইলে মাদ্রাসার সুপার এনামুল হক বলেন, সভাপতির স্ত্রী প্রার্থী থাকায় একজন অভিভাবক সদস্য সবুজ হোসেনকে নিয়োগ বোর্ডের সভাপতি মনোনীত করা হয়েছে। সভাপতির স্ত্রী বাদে অন্যজনকে নিয়োগ দেয়ার জন্য রাজনৈতিকভাবে চাপ ও অর্থের লোভ দেখানো হচ্ছে।

তিনি বলেছেন, পরীক্ষার মাধ্যমে নিয়োগের পর প্রতিষ্ঠানের জন্য অনুদান দিলে সেটা গ্রহণ করা হবে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শহীদুল ইসলাম এ ধরনের কথা ছড়িয়ে পড়ার কথা স্বীকার করে জানান, অভিযোগকারী নিজেই তার প্রার্থীর জন্য সুপারকে টাকা দিতে চেয়েছেন। স্থানীয়রা বলছেন, সভাপতি বহাল থাকা অবস্থায় তার স্ত্রীকে চাকরির জন্য দরখাস্ত করা শোভনীয় নয়। এক্ষেত্রে অবৈধ লেনদেনের অভিযোগ উত্থাপিত হওয়ায় নিয়োগ প্রক্রিয়া পুনরায় স্বচ্ছভাবে শুরু করা প্রয়োজন।