ঢাকা | নভেম্বর ২৮, ২০২৫ - ১০:৪৭ অপরাহ্ন

ভোট নিয়ে ষড়যন্ত্র করবেন না বিএনপি এখনো জীবিত: চাঁদ

  • আপডেট: Friday, November 28, 2025 - 9:42 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহী-৬ চারঘাট-বাঘা থেকে বিএনপির দলীয় প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন, নির্বাচন না হওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছেন, তারা থেমে যান। কারণ বিএনপি এখনো জীবিত।

গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর বাঘা পৌরসভার ৭-৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিকেল ৪ টায় বাঘা পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি শাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মিসভায় আবু সাঈদ চাঁদ বলেন, দেশে ১৬ বছর পর আমরা ভোট দিবো। এই ভোটের জন্য আমরা অনেক সংগ্রাম করেছি। অনেকেই মৃত্যু ও পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা স্বাধীন সার্বভোমত্ব রাষ্ট্র গঠন করতে চাই। আমরা জুলাই সনদকে অস্বীকার করছিনা। তবে এই সনদের চূড়ান্ত রায় দিবেন এ দেশের জনগণ।

তিনি নির্বাচন না হওয়ার জন্য যারা দেশের মধ্যে নানা রকম পাইতারা করছেন তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি এখনো জীবিত। রাজপথে নেমে আপনারা ইউনূসকে ভয় দেখাতে পারেন, কিন্তু বিএনপিকে নয়। তিনি ভোট নিয়ে কোন প্রতিবন্ধীকতা হলে বর্তমান সরকারকেও ছেড়ে দেয়া হবেনা বলে হুঁশিয়ারি দেন।

আবু সাঈদ চাঁদ বলেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তারুণ্যের প্রতীক তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করতে চাই। তিনি ইতিমধ্যে ওয়াদা করেছেন বিএনপি নির্বাচিত হলে এ দেশের ১ কোটি বেকারদের কর্মসংস্থান করবেন। তিনি বলেন, আমরা বাঁচতে চাই। এদেশের কৃষক, শ্রমিক-জনতা, মা-বোন এবং আমাদের চারঘাট-বাঘা এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে। তিনি নির্বাচিত হলে নদী ভাঙন কবলিত মানুষদের সমস্যা সর্ব প্রথম সমাধান করবেন বলে আশ্বাস দেন।

আবু সাঈদ চাঁদ জামাত নেতাদের উদ্দেশে বলেন, আপনারা ধর্মের দোহায় দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করবেন না। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আমরা সরকার গঠন করতে পারলে এ দেশের সকল মসজিদের ইমাম এবং মোয়াজ্জেমের বেতন সরকারি ভাবে প্রদান করবো। এদেশে সংখ্যলঘু বলে কোন শব্দ থাকবে না।এটা তারেক জিয়ার ঘোষণা।

তিনি ধিক্কার দিয়ে বলেন, আপনারা এক সময় যাদের মন্দির ভেঙে গুড়ো করেছেন, এখন তাদের পূজামণ্ডবে গিয়ে বসে থাকেন। আবার বাড়ি-বাড়ি গিয়ে ভোট ও চাচ্ছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা, দমন-পীড়ন, মামলা-হামলার মধ্যেও রাজপথ ছাড়েননি। তারা প্রমাণ করেছেন, বিএনপিকে দমিয়ে রাখা যায় না। যারা এই কঠিন সময়ে সংগঠনকে ধরে রেখেছেন, তাদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সঞ্চালনায় ছিলেন ৭ নং বাঘা পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী ও বাঘা উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম। কর্মিসভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন-বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, দলের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বাঘা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহাম্মেদ সালাম, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দীন আহম্মেদ শামিম, বাঘা পৌর শ্রমিক দল সভাপতি জহরুল ইসলাম পিন্টু প্রমুখ।