ঢাকা | নভেম্বর ২৮, ২০২৫ - ১১:৩০ অপরাহ্ন

শিবগঞ্জ সীমান্তে ৩টি ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

  • আপডেট: Friday, November 28, 2025 - 9:49 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বিশেষ অভিযানে ৩টি ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

শনিবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকাজুড়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রীজ এলাকার পাগলা নদীর তীরে এই বিশেষ অভিযান পরিচালনা করে ৫৯ বিজিবি।

এসময় মালিকবিহীন অবস্থায় ৩টি ওয়ান শূট্যারগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যা সন্ত্রাসীরা দেশের অভ্যন্তরীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা ছিলো বলে ধারণা করা হচ্ছে।

লে. কর্নেল গোলাম কিবরিয়া আরও জানান, গত তিন বছরে মহানন্দা ব্যাটালিয়ন ১৫ জন আসামী, ৩০ টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগজিন জব্দ করেছে। তিনি বলেন, সীমান্তে চোরাচালান, অস্ত্র ও মাদক প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।