ঢাকা | নভেম্বর ২৮, ২০২৫ - ১২:৫০ পূর্বাহ্ন

কেশরহাটে ফ্লাওয়ার মিলকে বিএসটিআইয়ের জরিমানা

  • আপডেট: Thursday, November 27, 2025 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় অবস্থিত একটি ফ্লাওয়ার মিলকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএসটিআয়ের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বিএসটিআই জানিয়েছে, গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়া আটা, ময়দা ও গমের ভূষি পণ্য উৎপাদন ও বিক্রি করে আসছিল রাজশাহী ফ্লাওয়ার অ্যান্ড ডাউল মিল নামের প্রতিষ্ঠানটি। তারা তাদের পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্নও ব্যবহার করছিল।

এ জন্য বিএসটিআই আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্বে ছিলেন বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।