ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা, সমন্বয় কমিটি ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেনের সার্বিক তত্বাবধানে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নয়া থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান, চাঁনশিকারী বিজিবি কোম্পানী কমাণ্ডার সুবেদার মাহবুব আলম, ইউপি চেয়ারম্যানগণ আলহাজ্ব পিয়ার জাহান, ইয়াসিন আলী শাহ্, আলহাজ্ব মোজাম্মেল হক চুটু, ও আফাজ উদ্দিন পানু মিঞা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী প্রমুখ।











