পবায় ইউএনও কাপের ফাইনালে দর্শনপাড়া ইউপি ফুটবল দল
স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় অনুষ্ঠিত ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর প্রথম সেমিফাইনালে নাটকীয় জয়ের মাধ্যমে ফাইনালে উঠেছে দর্শনপাড়া ইউনিয়ন ফুটবল দল।
বুধবার বিকেলে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ট্রাইবেকারে পারিলা ইউনিয়নকে হারায় তারা। খেলার শুরু থেকেই দুই দলের সমর্থকদের উচ্ছ্বাসে মাঠ উত্তাল হয়ে ওঠে। পবা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়ন পরিষদসহ মোট দশটি দল।
স্থানীয় পর্যায়ে তরুণদের দক্ষতা ও প্রতিভা বিকাশ, খেলাধুলায় সম্পৃক্ততা বৃদ্ধি এবং সুস্থ বিনোদন নিশ্চিত করতেই এ আয়োজন বলে জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ওইদিন চ্যাম্পিয়ন দলকে প্রদান করা হবে পুরস্কার ও ট্রফি। আজ বৃহস্পতিবার বিকালে দর্শনপাড়া স্কুল মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নওহাটা পৌরসভা ও বড়গাছী ইউনিয়ন ফুটবল দল।
এদিন মাঠে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী এবং দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ আলী, উপজেলার সিএ শহিদুল ইসলাম প্রমুখ।











