ঢাকা | নভেম্বর ২৬, ২০২৫ - ১০:৪৩ অপরাহ্ন

রাজশাহীসহ বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

  • আপডেট: Wednesday, November 26, 2025 - 10:01 pm

স্টাফ রিপোর্টার: বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ বলেছেন, আমিষ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ এক অভূতপূর্ব অর্জন করেছে। এ অর্জন সাময়িক নয়, এটা স্থায়ী অর্জন। আমিষে এখন আর আমরা পরনির্ভরশীল নই, আমাদের একটি ভিত্তি তৈরি হয়ে গেছে। প্রাণিসম্পদ দপ্তরে যারা কর্মরত আছেন তারাসহ কৃষক এবং তরুণ সমাজ এগিয়ে এসেছেন বলেই এটা সম্ভব হয়েছে।

বুধবার সকালে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পার্কিং চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বজলুর রশীদ বলেন, প্রাণিসম্পদ দপ্তর এখন আর পিছিয়ে নেই। সময় পরিক্রমায় পূর্বের প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে তারা একটি ভালো ভাবমূর্তি তৈরি করতে পেরেছে। এটি মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের পরিশ্রমের ফল। এই সেক্টরের গুরুত্বের কারণে সরকার প্রথমবারের মতো এবছর প্রাণিসম্পদ সপ্তাহ ঘোষণা করেছে। প্রাণিসম্পদে অবদান রাখায় জাতীয় পর্যায়ে রাজশাহী থেকে ৬ জন পুরস্কার পান, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

নিরাপদ খাদ্য উৎপাদনের উপর জোর দিয়ে তিনি বলেন, আমরা নিজেরা যদি এই নৈতিক দায়িত্ব পালন করি যে, আমরা খাবারে কোনো ভেজাল মিশাবো না, তাহলে আমাদের সমস্যা অনেকটাই কমে যাবে। আপনারা দেখবেন অনেক মিল-ফ্যাক্টরি ছিলো যাদের পণ্য আগে বাজারে খুব পাওয়া যেত এখন সেগুলো হারিয়ে গেছে। এটার কারণ হলো, পণ্যে ভেজাল। কাজেই আমরা পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই না। নিরাপদ খাদ্য হবে আমাদের প্রথম স্লোগান। আমি যতটুকুই মানুষের খাওয়ার জন্য উৎপাদন করি, সেটা যেন নিরাপদ হয়।

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদার, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, তরুণ উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। একই স্থানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের ২৫টি স্টল নিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পবা
পবায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার ২৫টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজন প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আঃ লতিফ এর সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মহরম আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল মান্নান, পবা থানা অফিসার ইনচার্জ ফরহাদ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির প্রমুখ।

মোহনপুর
মোহনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার খন্দকার সাগর আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জোবায়দা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, বিএমডি এর সরকারি প্রকৌশলী তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার হুমায়ুন কবির (সবুজ), অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব কর্মকর্তা সৈয়দ আলী রেজা। আলোচনা শেষে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৪টি স্টল করা হয়।

চারঘাট
চারঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনীতে খামারিদের ৩০টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

গোদাগাড়ী
গোদাগাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হচ্ছে। গতকাল বুধবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি গোদাগাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীণ চত্বর হয়ে উপজেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহমেদ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড, শায়লা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারি কমিশনার ভূমি শামসুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কর্মকর্তা মুন মুন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথির রাখেন পুলিশ সুপার রেজাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গালাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান প্রমুখ।

রাণীনগর
রাণীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি প্রাণিসম্পদ দপ্তর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হয়। রফি ফয়সাল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।

বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, সফল খামারী এমরান সরকার ও মমতাজ খাতুন।

নাচোল
চাঁপাইনবাবগঞ্জে’র নাচোলে জাতীয় প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা উপলক্ষে প্রাণী প্রদর্শনী, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কাওসার আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (অ. দা) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম ও নেজামপুর ইউপির’র চেয়ারম্যান আমিনুল হক।

শিবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অন্যরা।

পোরশা
পোরশায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৭ দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম। গতকাল বুধবার প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রদর্শনীতে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. গোলাপ হোসেন। সংশ্লিষ্ট কার্যালয়ের অফিস সহকারী গোপাল দাসের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর আশরাফুল আলম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়ামতপুর
নওগাঁর নিয়ামতপুরে গতকাল বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনার হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে তা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন। আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা ও খামারিগণ।

ভোলাহাট
ভোলাহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ভারপ্রাপ্ত ডা. শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন শেষে আলোচনা সভায় মিলিত হোন।

লালপুর
লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার তানবিন রুবাইয়া সিদ্দিকা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার প্রমুখ।