ঢাকা | নভেম্বর ২৬, ২০২৫ - ১০:২১ অপরাহ্ন

পুঠিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • আপডেট: Wednesday, November 26, 2025 - 9:35 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের উদ্যোগে পৌর সদরের কাঁঠালবাড়ীয়া এলাকায় ডাউল মিল চত্বরে এই কোরআন খতম, দোয়া ও মিলাদছ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়। সেই সাথে বাদ মাগরিব নামাজের পর এই বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে সকল মুসল্লি মহান আল্লাহর দরবারে একত্রিত হয়ে তার আরোগ্য কামনা করেন। বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন।

দেশের মানুষের জন্য তাঁর অবদান অনন্য। বর্তমানে তার অসুস্থতার খবর আমাদের সকলকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা পুঠিয়া-দুর্গাপুরবাসী হিসেবে তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আয়োজন করেছি। আমরা সব সময় তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি। এসময় তিনি আরও বলেন, আশা করছি মহান আল্লাহ দ্রুত তার সুস্থতা দান করবেন। এই দোয়া মাহফিল শুধুমাত্র রাজনৈতিক বা সামাজিক নয়, সহমর্মিতা ও দায়িত্ববোধের দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে আমাদের কর্তব্য।