ঢাকা | নভেম্বর ২৬, ২০২৫ - ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে আড়াই হাজার মিটার রাস্তার অনিয়ম খুঁজতে দুদকের অভিযান

  • আপডেট: Wednesday, November 26, 2025 - 9:42 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকঝগড়ু থেকে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের আড়াই হাজার মিটার সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর দুদকের প্রধান কার্যালয় রাজশাহী কার্যালয়কে রাস্তাটির গুণগত মান যাচাই করার নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে দুদকের আঞ্চলিক কার্যালয় থেকে বুধবার দুপুরে তিন সদস্যের একটি দল রাস্তাটি পরিদর্শন করেন। তারা রাস্তার কয়েকটি স্থানের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর ব্যবস্থা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকঝগড়ু এলাকা থেকে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের এই সংযোগ সড়ক দীর্ঘদিন বেহাল দশায় ছিল। পাঁচ মাস আগে শুরু হওয়া সড়ক সংস্কারের কাজের মধ্যে ২ হাজার ৫ শ মিটার কাজের ২ হাজার ২শ ৫০ মিটার অংশ শেষ হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে। এ দিকে সদ্য নির্মিত রাস্তাটি পরিদর্শন করলে দেখা যায়, মাত্র দেড় মাসের ব্যবধানে রাস্তায় বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি নির্মাণে অনিয়ম দেখার পর তারা বাধা দিলে, বাধা পড়া স্থানে কিছুটা গুণগত মান বজায় রেখে বাকী রাস্তা দায়সারাভাবে নির্মাণ করা হয়েছে। ফলে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তাটি মাত্র দুই মাসের মধ্যে নষ্ট হওয়ার পথে। দুদকের তিন সদস্যের দল জানায়, সদর এলজিইডি কার্যালয়ের বাস্তবায়নে নির্মিত এই রাস্তাটির গুণগত মান যাচাই করার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। ল্যাবের ফলাফল পাওয়ার পর দুদক পরবর্তী ব্যবস্থা নেবে।

দলটির প্রধান সমন্বয়কারী আমির হোসাইন জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি দল অভিযান চালিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসাইন দুদকের দলের রাস্তাটির মান যাচাই করার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রাস্তার নির্মাণ কাজ শেষ হয়েছে, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।