ঢাকা | নভেম্বর ২৬, ২০২৫ - ১০:৪৭ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হলো ই-কার

  • আপডেট: Wednesday, November 26, 2025 - 10:24 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের যাতায়াতে চালু করা হয়েছে পরিবেশ বান্ধব ৫টি ই-কার।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে উদ্বোধন করা হয় ই-কার। চালুর সার্বিক সহায়তা ও আর্থিক অনুদান দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। জানা গেছে, উদ্বোধন হওয়া ই-কারগুলো শুধুমাত্র ক্যাম্পাসের অভ্যন্তরেই চলাচল করবে। আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু হলেও গাড়ির ভাড়া এবং চলাচলের সময় এখনও নির্ধারণ করা হয়নি। তবে ভাড়া ৫-১০ টাকার ভেতরেই থাকবে। প্রাথমিকভাবে ৫টি গাড়ি দিয়ে যাত্রা শুরু করলেও সামনে আরও কয়েকটি গাড়ি আসার সম্ভাবনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, আজ ৫টি ই-কারের ব্যবস্থা করা হলেও পর্যায়ক্রমে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এর পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করবো। এর পাশাপাশি আমাদের পরিকল্পনা আছে-গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা। এ কাজটিও আমরা খুব দ্রুতই শুরু করবো। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য রুয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সবসময় থাকবে।

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমাদের যে ইশতেহার ছিল পরিবহন ব্যবস্থার সহজিকরণ, সেটার ব্যাপারে আমরা রুয়াকে দাবি জানিয়েছিলাম। রুয়া আজকে সেটি বাস্তবায়ন করেছে। আশাকরি এই পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে। এছাড়াও আমরা অন্যান্য ইশতেহার বাস্তবায়নেও রুয়াকে সহযোগিতা করার আহবান জানাবো।

উদ্বোধনী অনুষ্ঠানে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আমি খুবই খুশি যে রুয়ার নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিসিএস পরীক্ষার্থীদের জন্য সহায়তা প্রদান থেকে শুরু করে এ ধরনের (ই-কার) পরিবহনব্যবস্থা চালু করা এসব উদ্যোগ তাদেরই ধারাবাহিক প্রচেষ্টার অংশ। আজকে যে ই-কার সার্ভিস চালু হলো, এটি কেবল শুরু।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, রুয়ার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দীন, কার্যকরী সদস্য এবং চাপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে রাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।