ঢাকা | নভেম্বর ২৬, ২০২৫ - ১০:৫৯ অপরাহ্ন

রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট হবে না- বিভাগীয় কমিশনার

  • আপডেট: Wednesday, November 26, 2025 - 9:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. অ.ন.ম বজলুর রশীদ বলেছেন, রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট হতে দেয়া হবে না।

বুধবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সঙ্গে মতবিনিময় ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, একসময় রাজশাহী ছিল পুকুরের শহর, কিন্তু বর্তমানে অনেক পুকুর দখল ও ভরাট হয়ে গেছে। আমরা ইতিমধ্যে এসব বিষয়ে কাজ শুরু করেছি। একটি ভরাট পুকুর পুনঃখননের কাজও শুরু করা হয়েছে। আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট করা যাবে না। যেগুলো ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে, নির্বাচনের পর সেগুলো নিয়েও আমরা বসে সিদ্ধান্ত নিয়ে কাজ করবো।

তিনি আরো বলেন, পদ্মা নদী, শিব নদী, বারনই নদী, হুজা নদী, মালঞ্চ নদী, বড়াল নদী, নারদ নদীসহ রাজশাহী অঞ্চলের বহু নদী দখল, দুষন ও ভরাট হয়ে গেছে। আমার বিশ্বাস, আপনারা সহযোগিতা করলে আমরা এসব নদী উদ্ধার করতে পারব। সারাদেশে নদী দখল ও দূষণ রোধে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। পনি সম্পদ উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আমরা আট বিভাগে মোট ১৩টি গুরুত্বপূর্ণ নদী চিহ্নিত করেছি। যার মধ্যে রাজশাহী বিভাগে রয়েছে ৪টি নদী। এরমধ্যে রাজশাহী নগরী উপকন্ঠা বারনই নদীও আছে। পরে বিভাগীয় কমিশনারকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, পদ্মা তীরবর্তী রাজশাহী জেলার নদী, খাল ও জলাশয় অবৈধ দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন এবং সরকারি দপ্তরের পর্যাপ্ত নজরদারির অভাবে প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। নাব্যতা কমে যাওয়ায় সাম্প্রতিক বর্ষণে জলাবদ্ধতা ও কৃষির ক্ষতি হয়েছে। গবেষণায় দেখা যাচ্ছে, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন, নদীর প্রবাহ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের কারণে রাজশাহীসহ উত্তর-পশ্চিমাঞ্চলে পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, পদ্মা নদীর পাড় দখল, দূষণ ও চর গঠনের কারণে ভবিষ্যতে নৌপথ ও সম্ভাব্য নৌবন্দর নির্মাণ হুমকিতে পড়তে পারে। পদ্মা ছাড়া অন্য কোনো নদীতে নৌযান চলাচল নেই; অনেক নদী দখল, ভরাট ও বর্জ্য ফেলার কারণে অস্তিত্ব সংকটে। অপরিকল্পিত ছোট ব্রিজ, নদীর ওপর আড়াআড়ি বাঁধ এবং পলিথিন আবর্জনার কারণে নদীগুলো প্রায় প্রাণহীন হয়ে গেছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাপা জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, আফজাল হোসেন, বাপা রাজশাহী জেলা সভাপতি প্রকৌশলী মাহমুদ হোসেন, সহ-সভাপতি অধ্যাপক জুয়েল কিবরিয়া, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, উপদেস্টা সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত, শ ম সাজু, বাপা কোষাধ্যক্ষ জাহিদ হাসান প্রমুখ।