ঢাকা | নভেম্বর ২৬, ২০২৫ - ১২:২১ পূর্বাহ্ন

মোহনপুরে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, November 25, 2025 - 9:29 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে চকবিরহী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হযরত আলী শাহ্ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের ধানের শীষের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এড. শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান শাহ্ এবং সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ।

জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান করেন।