ঢাকা | নভেম্বর ২৬, ২০২৫ - ১২:২০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার ৩

  • আপডেট: Tuesday, November 25, 2025 - 9:25 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর ও ভোলাহাট উপজেলায় র‌্যাবের পৃথক দুই অভিযানে ১৪০ গ্রাম হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার হয়েছেন।

গত সোমবার বিকাল ও দুপুরে পৃথক অভিযানে গ্রেপ্তাররা হলেন সদরের নরেন্দ্র্পুর উত্তরপাড়া এলাকার আনারুলের ছেলে আসাদুল হক (২১), একই এলাকার নাইমুল হকের ছেলে সোহেল রানা (৩৫) এবং ভোলাহাটের বিরেশ্বরপুর উত্তরটোলা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে আলমগীর হোসেন ওরফে আলম (৪৬)। র‌্যাব জানায়, গত সোমবার (২৪ নভেম্বর) বিকাল ও দুপুরে পৃথক অভিযান চালানো হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করেছে র‌্যাব। র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার বিকাল সোয়া ৪টার দিকে নিজ বাড়ি থেকে ৩৫ গ্রাম হেরাইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন আলম।

এর আগে সোমবার দুপুর দেড়টার দিকে সদরের চর ইসলামপুর এলাকার একটি জমি থেকে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন আসাদুল ও সোহেল রানা।

র‌্যাব জানায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন খবরের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর ও ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।