বীর মুক্তিযোদ্ধা পান্নার রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরের লক্ষিপুর নিবাসী ও ঢাকাস্থ কৃষি বিপনন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা (ডিসি) বীর মুক্তিযোদ্ধা মোমিনূল হক পান্না গত সোমবার দিবাগত রাত ১১ টায় ঢাকার আজিমপুর ৭৩/ই নং বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার পিতার নাম মরহুম এম.এ আজিজ (রাজশাহী জেলার সাবেক এ.ডি.সি. জেনারেল) ও মাতার নাম- মরহুমা সালিমা খাতুন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ পুত্র সন্তানসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে বাদ আছর লক্ষিপুর চৌরঙ্গী জামে মসজিদে নামাজে যানাজা অনুষ্ঠিত হয় ও গার্ড অব অনার প্রদান করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের এডিসি (উন্নয়ন) জোবায়ের হোসেনের উপস্থিতিতে একদল চৌকশ পুলিশ গার্ড বাহিনী মরহুমের প্রতি রাষ্ট্রীয় বিদায়ী সালাম (গার্ড অব অনার) প্রদর্শন করেন। এ সময় বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং মরহুমের কফিনে ফুলের স্তবক (ডালা) অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা জানানোর পর হেতেমখা গোরস্থানে পূর্ণ রষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা মোমিনূল হক পান্নার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের প্রতি গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন- রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ আবদুল হাদী, বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ আঃ সামাদ, জেলা কমাণ্ডের আহ্বায়ক (কমান্ডার) নজরুল ইসলাম খোকা, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহানগর কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, জেলা সাবেক ডেপুটি কমান্ডার ও মুক্তিযুদ্ধ’৭১ সংগঠক বীর মুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা, জেলা আহ্বায়ক কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবুল বাশার, বোয়ালিয়া থানা কমান্ডের আহ্বায়ক জামাল উদ্দীন প্রমুখ।









