ঢাকা | নভেম্বর ২৫, ২০২৫ - ১১:০৩ অপরাহ্ন

বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ, রশিতে ঝুলছিল মা

  • আপডেট: Tuesday, November 25, 2025 - 9:16 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সাদিয়া বেগম (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ এবং তার দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ১২টার দিকে উপজেলার খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি স্কুলপাড়া গ্রামে শাহাদাৎ হোসেন নামে এক সেনা সদস্যের স্ত্রী সাদিয়া বেগম ও তাদের ৭ মাস বয়সী সাইফ নামে এক ছেলে সন্তান এবং দুই বছর বয়সী সাইফা নামে এক মেয়ে সন্তান নিয়ে বসবাস করতেন। চাকরির কারণে তিনি বাইরে থাকতেন।

মঙ্গলবার সকালে মা ও দুই শিশু সন্তান ঘুম থেকে না ওঠায় এবং ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায়- মায়ের মরদেহ রশিতে ঝুলছে এবং বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে। পরে পুলিশে খবর দেয়া হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, মা তার দুই সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় স্বামী শাহাদত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।