ঢাকা | নভেম্বর ২৫, ২০২৫ - ১১:০৩ অপরাহ্ন

নাটোরে পুকুরে ডুবে প্রাণ গেল ২ বছরের শিশুর

  • আপডেট: Tuesday, November 25, 2025 - 9:22 pm

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় পুকুরে ডুবে তাসনিম আভা নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ছোট চিথলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত তাসনিম ওই গ্রামের তামিল আহমেদ ও মনোয়ারা খাতুন দম্পতির একমাত্র সন্তান।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু তাসনিম। এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তার কোনো সন্ধান না পেয়ে স্থানীয় মসজিদের মাইকে নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করা হয়। পরে দুপুরের দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান স্বজনরা।

তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটি বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রক্রিয়া চলছে।