ঢাকা | নভেম্বর ২৫, ২০২৫ - ১১:০২ অপরাহ্ন

গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট: Tuesday, November 25, 2025 - 9:53 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল করিম (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সিএনবি কসাইপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত করিম গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী আলিপুর গ্রামের বাসিন্দা এবং তাজিমুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল করিম মোটরসাইকেলে করে গোদাগাড়ী বাজার থেকে সিএনবি এলাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথের মধ্যে কসাইপাড়া মোড়ে পৌঁছালে রাজশাহী দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অজ্ঞাত ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন অবস্থায় পড়েছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। তবে সেখানে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান উপস্থিত লোকজন।

ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দিক পরিবর্তন করে দ্রুত এলাকা ত্যাগ করে। এলাকাবাসীর দাবি, সড়কটির ওই অংশে দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতি ও অবৈধ পার্কিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সন্ধ্যার পর ট্রাক ও ভারী যানবাহনের বেপরোয়া চলাচল স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। গোদাগাড়ী মডেল থানার ( তদন্ত) ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ইতিমধ্যেই আশপাশের ঘাতক ট্রাকটি শনাক্ত করতে কাজ চলছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।