ঢাকা | নভেম্বর ২৫, ২০২৫ - ১১:০২ অপরাহ্ন

আত্রাইয়ে ছিনতাইয়ের ঘটনায় যুবক গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, November 25, 2025 - 9:02 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: গ্রামীণ ফোন কোম্পানির বিক্রয় কর্মীকে প্রকাশ্য দিবালোকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে ছিনতাইয়ের ঘটনায় নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে সবুজ হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

গত সোমবার রাতে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার যুবক নওগাঁ সদর উপজেলার শরিষপুর গ্রামের সাহাদত হোসেনের ছেলে। গ্রামীণ ফোন কোম্পানির আত্রাই উপজেলা ম্যানেজার সাহাদুল ইসলাম বাবু জানান, গত ৫ অক্টোবর দুপুর দেড়টা সময় কোম্পানির বিক্রয় কর্মী তারেক মাঝি (২২) ও মিনহাজুল ইসলাম (২৪) গ্রামীণ ফোনের কার্ড-সিম বিক্রয় শেষে মোটরসাইকেল যোগে আত্রাই সদরে ফিরছিল।

এসময় পথিমধ্যে রসুলপুর মাদ্রাসা এলাকায় পৌছালে একটি মাইক্রোবাসে ৭/৮জন তাদের গতি রোধ করে নিজেদেরকে ডিবি পরিচয় দেয়। এসময় বিক্রয় কর্মীদের কাছে মাদক রয়েছে এমন দাবি করে দুই জনকেই হ্যান্ডকাপ পড়িয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। এরপর বিকেল চারটা নাগাদ বগুড়ার শেরপুর এলাকায় নিয়ে গিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা এবং কার্ড-সিম ছিনিয়ে নিয়ে মাইক্রো থেকে নামিয়ে দেয়।

কোম্পানির ম্যানেজার সাহাদুল ইসলাম বাবু দাবি করে বলেন, বিক্রয় কর্মীদের নিটক থেকে নগদ এক লাখ ৩৪ হাজার ৫০০ টাকাসহ প্রায় চার লক্ষ টাকার মালামাল ছিনতাই করে নেয়। এ ঘটনায় রাতেই আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম বলেন, তদন্ত সাপেক্ষে ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বগুড়া থানা পুলিশের সহায়তায় গত সোমবার রাতে সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।