ঢাকা | নভেম্বর ২৬, ২০২৫ - ১:৩৫ পূর্বাহ্ন

পোরশায় বৃক্ষরোপণ অভিযান শুরু

  • আপডেট: Tuesday, November 25, 2025 - 9:00 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ অভিযান শুরু করা হয়েছে।

তারুণ্য উৎসব-২৫ এর অংশ হিসেবে উপজেলা বন বিভাগের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০টায় নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করে বৃক্ষরোপণ অভিযান শুরু করেন ইউএনও রাকিবুল ইসলাম।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী, নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আকবর আলী ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।