ঢাকা | নভেম্বর ২৬, ২০২৫ - ১:৩৫ পূর্বাহ্ন

উত্তরাঞ্চলের হাট বাজারে রোপা আমন ধানের দাম নিম্নমুখী

  • আপডেট: Tuesday, November 25, 2025 - 9:10 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: উত্তর জনপদের ধান উৎপাদনের জেলা নওগাঁর রাণীনগরে বিভিন্ন হাট বাজারে রোপা-আমন ধানের আমদানি বাড়ার সাথে সাথে বাজার দর নিম্নমুখী দেখা যাচ্ছে। গত ১ সপ্তাহের ব্যবধানে মন প্রতি প্রায় ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত ধানের দাম কমেছে। চলতি মৌসুমের রোপা আমন ধান পাকার কিছু আগে হঠাৎ করে বৃষ্টি আর ঝড় হাওয়ার কারণে আধা পাকা ধান জমিতে নূয়ে পড়ায় ফলনেও কমতি দেখা যাচ্ছে। পুরোদমে ধান কাটা শুরু না হলেও হাটে বাজারে প্রচুর পরিমাণে ধান আমদানি হচ্ছে।

একদিকে ফলনের বিপর্যয়ের সম্ভবনা, অন্যদিকে ধানের দর কম হতে শুরু করায় চাষিদের মুখে হাসি নেই। যে পরিমাণ ধান জমিতে আছে, তা অধিক খরচে কাটতে হচ্ছে। রাণীনগরে প্রায় ৩০ টির মতো হাসকিং চাতাল মিল চালু রয়েছে। মিলাররা বলছে, বাজারে ধানের আমদানি কম এবং বর্তমানে যে দামে ধান কেনাকাটা করা যাচ্ছে। চালের যে পরতা পড়ছে বর্তমান বাজার মূল্যে বিক্রি করতে গিয়ে লোকসান হবে। এখন পর্যন্ত সরকারি ক্রয় কেন্দ্রে ধান এবং চাল কেনা শুরু না করায় এর প্রভাব বাজারে পরতে শুরু করেছে এমনটাই বলছেন ফরিয়া ব্যবসায়ীরা।

জানা গেছে, উপজেলায় চলতি রোপা-আমন মৌসুমে প্রায় সাড়ে ১৯ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়। কাটা-মাড়াই মৌসুমের শুরুতেই রোপা-আমন ধান জাত ভেদে উপজেলার দ্বিতীয় বৃহত্তর ধানের হাট ত্রিমোহনীতে প্রতিমন স্বর্ণা-৫ জাতের ধান বিক্রি হচ্ছে ১১শ’ থেকে ১১শ’ ৪০টাকা। বিআর-৪৯ জাতের ধান প্রতিমন বিক্রি হচ্ছে ১২শ’ ৫০ থেকে ১২শ’ ৮০ টাকা পর্যন্ত। যা গত সপ্তাহের তুলনায় ৫০ থেকে ১০০ টাকা কমে। এই এলাকায় হাট বাজারে দুই জাতের ধান বেশি আমদানি হয়ে থাকে।

এবার রোপা-আমন মৌসুমে রাণীনগর উপজেলায় ৫০ টাকা কেজি দরে ৮শ’ ৭৭ মেট্রিকটন চাল এবং ৩৪ টাকা কেজি দরে ১৯১ মেট্রিকটন ধান কেনা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে এই ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হতে পারে। খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য উপজেলা খাদ্য বিভাগের তালিকাভুক্ত ৩০ জন মিলারকে চুক্তিবদ্ধ হওয়ার জন্য জানানো হয়েছে। ইতিমধ্যে কয়েকজন মিলার সরকারি ক্রয় কেন্দ্রে চাল দেয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

উপজেলার ভবাণীপুর গ্রামের বাবুল আকতার জানান, আমি আজ ত্রিমোহনী হাটে স্বর্ণা-৫ জাতের ৪মন ধান ১১শ’২০টাকা প্রতিমন দরে বিক্রি করলাম গত সপ্তাহের তুলনায় ধানের দাম আজকে কম। উপজেলার কুবিড়াতলী এলাকার খান চাল কলের সত্বাধিকারী আব্দুর রউফ খান জানান, রোপা-আমন ধানের বাজার দিনদিন কমে যাচ্ছে।

বর্তমান যে দরে ধান কেনা বেচা হচ্ছে এমন বাজারে চাল বের করে বিক্রি করতে গিয়ে লোকসান হবে। তারপরও শ্রমিকদের ধরে রাখতে খুদ আর গুড়ার কারণে কিছুটা সহায়ক হচ্ছে। তবে ধানের এবং চালের বাজার মূল্য স্থিতিশীল পর্যায়ে আসলে কৃষক এবং ব্যবসায়ীরা উভয় লাভবান হবে। রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবাইদুর রহমান জানান, ইতিমধ্যে রোপা-আমন ধান বাজারে উঠতে শুরু করেছে। আমরাও আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করবো।