ঢাকা | নভেম্বর ২৫, ২০২৫ - ১২:০৯ পূর্বাহ্ন

রাজশাহী অঞ্চলে বাবা-মেয়েসহ দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের

  • আপডেট: Monday, November 24, 2025 - 10:16 pm

স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিভাগের পাবনায় বাবা-মেয়ে, বগুড়ায় দুই বন্ধু, এবং চুয়াডাঙায় দুইজনসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি জানান, পাবনায় পাটবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই শিশু। সোমবার বিকেল পোনে ৫টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের চব্বিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেল চালক জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮)। মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঢাকা-পাবনা মহাসড়কে পাবনা থেকে কাশীনাথপুরগামী পাটবোঝাই একটি ট্রাক একই দিকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে জব্দুল শেখ ও তার ছোট মেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৬) গুরুতর আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ও একজন আহত হয়েছে। গত রোববার রাতে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের আঞ্চলিক সড়কের ফুলবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে মেহেদী হাসান (২০) ও শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকার মৃত বাবলু ব্যাপারির ছেলে শাহাবুল হাসান (২০)। আহত উৎসব বিশ্বাস (২০) গোসাইপাড়া এলাকার উজ্জ্বল বিশ্বাসের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে শাহাবুল হাসান মোটরসাইকেলে তার বন্ধু মেহেদী হাসান ও উৎসব বিশ্বাসকে নিয়ে উপজেলার রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন।

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে গাড়ীদহ ইউনিয়নের আঞ্চলিক সড়কের ফুলবাড়ি বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান। তখন মোটরসাইকেল সড়কের পাশে একটি দোকানের শাটারে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়ে। এতে তিন বন্ধু আহত হন। স্থানীয়রা গুরুতর আহত শাহাবুল হাসান ও মেহেদী হাসানকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বগুড়ার সিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে শাহাবুল ও মেহেদীর মৃত্যু হয়।

উৎসব বিশ্বাস প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত উৎসব বিশ্বাস জানান, শাহাবুল মোটরসাইকেল চালাচ্ছিল। তারা বন্ধু মেহেদীকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা তিনজনই সম্প্রতি উচ্চ মাধ্যমিক পাস করেছে। সোমবার সকালে শেরপুর থানার এসআই আমিরুল শিকদার জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহত দুই বন্ধুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।আহত এক বন্ধু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

এদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে কাদিপুর-লোকনাথপুর সড়কের কাদিপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে সেলিম (২২) ও একই গ্রামের তারিখের ছেলে তানজিল (১৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি দ্রুতগতিতে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী সুবলপুর গ্রামে ঘুরতে বের হয়েছিলেন। কাদিপুর-লোকনাথপুর সড়কের কাদিপুর স্কুলের নিকট পৌঁছালে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সেলিম মারা যান। আহত অবস্থায় চালক তানজিলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, এক মোটরসাইকেলে দুইজন যাচ্ছিলেন। দ্রুতগতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরেকজন মারা গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।