রুয়েটে কোঅর্ডিনেশন মিটিং ফর সাপোর্ট সার্ভিস বিষয়ক সভা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ কো-অর্ডিনেশন মিটিং ফর সাপোর্ট সার্ভিস’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে রুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হক। সভায় উপস্থিত ছিলেন রুয়েটের বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রশাসক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কম্পট্রোলার, প্রধান প্রকৌশলী, লাইব্রেরীয়ান, চীফ মেডিকেল অফিসার সহ শাখার প্রধান এবং সাপোর্ট সার্ভিসের কর্মকর্তাবৃন্দ। সভায় উপস্থিত দপ্তর ও শাখা প্রধানদের কাছ থেকে তাদের কাজের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন উপাচার্য। এসময় উপস্থিত দপ্তর ও শাখা প্রধানবৃন্দ তাদের কাজের পরিধি ও বর্তমান চিত্র তুলে ধরেন। পরে উপাচার্য সকলের উদ্দেশে করণীয় তুলে ধরেন।









