ঢাকা | নভেম্বর ২৪, ২০২৫ - ১১:১৫ অপরাহ্ন

রাজশাহী সীমান্তে ভারতীয় ফেনসিডিল ও কফ সিরাপ আটক

  • আপডেট: Monday, November 24, 2025 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: বিজিবি ১ ব্যাটালিয়নের চরমাজারদিয়াড় বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪৯ বোতল মনোগোল্ড কফ সিরাপ আটক করেছে।

সোমবার দুপুর সোয়া ২টার দিকে রাজশাহীর দামকুড়া থানার উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দামকুড়া থানার উত্তরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশে একটি ধান খেতের ভিতর ওৎ পেতে থাকে বিজিবি সদস্যরা।

এক পর্যায়ে তারা দেখতে পায় যে, একজন মাদক কারবারি জমিতে ওষুধ স্প্রে করার মেশিন কাঁধে নিয়ে কৃষক বেশে তাদের দিকে আসছে। মাদক কারবারি বিজিবি টহল দলের আয়েত্ত্বে আসার পর ধাওয়া করলে মাদক কারবারিদের কাছে থাকা স্প্রে মেশিন ও প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে স্প্রে মেশিনের ভেতর থেকে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল এবং প্লাস্টিকের ব্যাগে ৪৯ বোতল মনোগোল্ড কফ সিরাপ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল দামকুড়া থানায় জমা দেয়া হয়েছে।