ঢাকা | নভেম্বর ২৪, ২০২৫ - ১১:০৯ অপরাহ্ন

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ শপথ নিলেন সনাক, ইয়েস, এসিজি সদস্যবৃন্দ

  • আপডেট: Monday, November 24, 2025 - 10:08 pm

স্টাফ রিপোর্টার: সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র উদ্যোগে ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা’  সোমবার ব্র্যাক লার্নিং সেন্টার, রাজশাহী-তে অনুষ্ঠিত হয়।

সনাক, রাজশাহী’র সভাপতি প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য অ্যাডভোকেট দিল সেতারা চুনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র ঢাকা কার্যালয়ের কোঅর্ডিনেটর আতিকুর রহমান কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার বিষয়ে সনাক, ইয়েস ও এসিজি’র করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানে টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মনিরুল হক সনাক রাজশাহী’র বিগত এক বছরের অর্জন, চ্যালেঞ্জ, শিখন ও অগ্রগতির দিকগুলো তুলে ধরেন। আলোচনায় অংশ নেন সনাক সদস্য এভারিস্ট হেমব্রম, রাশেদ ইবনে ওবায়েদ (রিপন) ও প্রকৌশলী রাবেয়া বারি।

এছাড়া ইয়েস গ্রুপের নেতৃবৃন্দ ও সদস্য এবং এসিজি’র সমন্বয়ক ও সহ-সমন্বয়কসহ ১৫ জন অংশগ্রহণকারী তাঁদের মতামত তুলে ধরেন। আলোচনা শেষে সনাক সভাপতি প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার এর নেতৃত্বে উপস্থিত সকলে দুর্নীতিবিরোধী শপথ পাঠের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সনাক সদস্য আলিমা খাতুন লিমা এবং টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা।