আগামী নির্বাচন গণতন্ত্রকে ফেরত পাওয়ার নির্বাচন: মিলন
স্টাফ রিপোর্টার: নির্বাচনের কোন পরিবেশ ছিল না। প্রহসনের নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, পরের দিনের ভোট আগের রাতে হওয়া সবাই দেখেছে। তুমি-আমি, আমি-ডামি নির্বাচনও হয়ে গেছে। এ সমস্ত নির্বাচনে জনগণের কোন অংশগ্রহণ ছিল না। কিন্তু ৫ আগস্টের পরে জনগণের ওপরে থেকে ঐ খরগ নেমে গেছে। অত্যাচারী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। এবার আগামী নির্বাচন হবে গনতন্ত্রকে ফেরত পাওয়ার নির্বাচন। এখানে সবাই সুষ্ঠুভাবে ভোট দেবে।
সোমবার বিকেলে বাকশিমইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।
মিলন বলেন, নির্বাচনের ট্রেন এখন চালু হয়ে গেছে। এই নির্বাচনে ভোটাররা কাকে ভোট দেনে তা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এখন তালবাহানা করে কোন লাভ নেই। নির্বাচন পেছানোর জন্য জামায়াতে ইসলামী নানা তালবাহানা ও ষড়যন্ত্র করছে। তারা সংস্কার, পিআর ও গণভোট নিয়ে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে, যার কোন ভিত্তি নাই। এগুলো করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। কারণ বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে। এই সরকারে রেসিও অনুযায়ী সব দলের নেতারা থাকবে বলে উল্লেখ করেন তিনি।
বাকশিমইল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ এর সভাপতিত্বে এবং মোহনপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টুটন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম (মুন), সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক-১ বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক-২ শাহিন আক্তার শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা ও কাজিম উদ্দিন সরকার ও বাকশিমইল ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম উজ্জলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।









