ঢাকা | নভেম্বর ২৩, ২০২৫ - ১০:৪৩ অপরাহ্ন

রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির নির্বাচন ২৮ ডিসেম্বর

  • আপডেট: Sunday, November 23, 2025 - 9:06 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়েছে।

রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সকল সদস্য ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হয়েছে যে, সমিতির ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৮ ডিসেম্বর রোববার সকাল ১০টা হতে বিকাল ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সাগরপাড়া রাজশাহীতে বিশেষ সাধারণ সভায় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন/২০২৫ অনুষ্ঠিত হবে।

উল্লিখিত নির্বাচনে সমবায় সমিতি আইন/২০০১ (সংশোধিত-২০০২ ও ২০১৩) এর ১৮(২) ধারা মোতাবেক রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সমগ্র নির্বাচনি এলাকা হতে ১ জন সভাপতি, ১ জন সহ-সভাপতি, ১ জন সম্পাদক, ১ জন সহঃ সম্পাদক ও ৮ (আট) জন সদস্যসহ সর্বমোট ১২ জন ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যাধিক্য ভোটে নির্বাচিত হবে।

নির্বাচন কমিটির ২২ নভেম্বর তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক সমবায় সমিতি বিধিমালা/২০০৪ এর ২৭ বিধি অনুযায়ী রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির আগামী ২৮ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নরূপভাবে তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ি সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরন ২৯ ও ৩০ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন পত্র দাখিল ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ৫ ডিসেম্বর বিকেল ৫টা। ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা। নির্বাচন পরিচালনা কমিটিতে মনোয়ারুল ইসলামকে সভাপতি এবং হযরত আলী ও মাইনুল ইসলামকে সদস্য নির্বাচন করা হয়েছে।