ঢাকা | নভেম্বর ২৩, ২০২৫ - ১০:৪৭ অপরাহ্ন

পোরশায় বিএনপির নির্বাচনি জনসভা

  • আপডেট: Sunday, November 23, 2025 - 9:29 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে উপজেলার সারাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। এতে সভাপতিত্ব উপজেলা বিএনপির সহসভাপতি মোদাচ্ছের রহমান।

উপজেলা সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, নিয়ামতপুর উপজেলা বিএনপির নেত্রী ফরিদা বেগম, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুর নূর ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু ও সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন শাহ্, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য শাহ্ মাসুদ পারভেজসহ পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।