ঢাকা | নভেম্বর ২৩, ২০২৫ - ১০:৩৫ অপরাহ্ন

পাকা রাস্তার স্বপ্ন পূরণ হচ্ছে রাজশাহীর চরাঞ্চলের মানুষের

  • আপডেট: Sunday, November 23, 2025 - 9:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার পদ্মানদীর ওপারে তীর ঘেঁষে অবস্থিত দুর্গম চরাঞ্চলে শুরু হয়েছে পাকা রাস্তা নির্মাণের কাজ। চরমাঝারদিয়াড় থেকে চরনবীনগর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ২ হাজার ১০০ মিটার দীর্ঘ আরসিসি রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকার মানুষের মাঝে।

রোববার সকালে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পবা উপজেলা এলজিইডি’র কর্মকর্তা প্রকৌশলী মোকবুল হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “চরাঞ্চলে রাস্তা নির্মাণ একটি কঠিন কাজ। নরম মাটি, ভাঙন ও বর্ষায় পানির চাপ এখানে বিপুল চ্যালেঞ্জ তৈরি করে। তবু আধুনিক নির্মাণ পদ্ধতি ও মানসম্পন্ন উপকরণ ব্যবহারের মাধ্যমে আমরা একটি দীর্ঘস্থায়ী ও টেকসই রাস্তা নির্মাণের চেষ্টা করছি।”

তিনি জানান, রাস্তা নির্মাণ করা হচ্ছে ৭ ইঞ্চি পুরুত্বের কংক্রিট ঢালাই পদ্ধতিতে, যেখানে ব্যবহার করা হচ্ছে উচ্চমানের পাথরকুচি, রড, জিও সিট, বালু ও সিমেন্ট। বর্ষা মৌসুমে যাতে রাস্তায় পানি না জমে, তা নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে আধুনিক পেভমেন্ট ডিজাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি’র সহকারী প্রকৌশলী আয়তুল্লাহ বেহেস্তি, প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলী আশরাফুল ইসলাম ও উপসহকারী প্রকৌশলী ফিরোজ মাহমুদ।

প্রকল্প সূত্রে জানা গেছে, রাস্তাটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৬২ লাখ টাকা। কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সৈকত এন্টারপ্রাইজ’ দুই কোটি ৩৬ লাখ টাকা চুক্তিমূল্যে কাজটি সম্পন্ন করবে। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুরো প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এই রাস্তা নির্মিত হলে পুরো চরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিবর্তন আসবে বলে স্থানীয়দের আশা।

কৃষকরা জানান, ধান, সবজি, তিল ও ডালসহ বিভিন্ন পণ্য বাজারে নিয়ে যেতে আর অতিরিক্ত খরচ হবে না। সময় ও খরচ দুই-ই কমবে। চরনবীনগর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন,“বৃষ্টির দিনে শিশুরা ভিজে-গেলে স্কুলে আসতে পারত না। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে।”