ঢাকা | নভেম্বর ২৩, ২০২৫ - ১১:১১ অপরাহ্ন

পবায় অ্যালকোহলসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Sunday, November 23, 2025 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: নগরীর পবা থানার বড় ভালাম (পূর্বপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল অ্যালকোহলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি ফিরোজা বেগম (৪৫), পবা থানার বড় ভালাম এলাকার দুলাল হোসেনের স্ত্রী। গত শনিবার রাত সাড়ে ৯টায় পবা থানার অফিসার ইনচার্জ ফরহাদ আলীর সার্বিক তত্বাবধানে এসআই ইকরামুল আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম শিয়ালবেড় মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা গোপন তথ্যের মাধ্যমে জানতে পারেন ফিরোজা নামে এক নারী তার বাড়িতে অ্যালকোহল বিক্রি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানা পুলিশের ঐ টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ফিরোজাকে আটক করে এবং তার বাড়ি তল্লাশি করে ৩৫ বোতল দেশি অ্যালকোহল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৮ জনকে আটক করেছে। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ১১ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।