ঢাকা | নভেম্বর ২৩, ২০২৫ - ১১:৩১ অপরাহ্ন

নারী অধিকার নিয়ে উইমেন্স প্ল্যাটফর্মের কর্মশালা

  • আপডেট: Sunday, November 23, 2025 - 9:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নারী অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে কাজ করা ‘উইমেন্স প্ল্যাটফর্ম’-এর শিখন পর্যালোচনা ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার নগরীর একটি হোটেল সভাকক্ষে “শিখন পর্যালোচনা: উইমেন্স প্ল্যাটফর্মের অর্জন ও প্রতিবন্ধকতার তুলনামূলক বিশ্লেষণ” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেকস ইপার বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রামের পার্টনারশিপ ম্যানেজার ও সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার (জেন্ডার, ডাইভারসিটি অ্যান্ড অ্যাডভোকেসি) সাইবুন নেসা।

তিনি নারী অধিকার আন্দোলন, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে নারীদের সংগ্রাম, বাধা ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার দেবাশিষ বসাক, বিভাগীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার রাশেদা পারভিন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাবিবুর রহমান।

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৯টি উপজেলার ২৭টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়ন থেকে উইমেন প্ল্যাটফর্মের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক প্রতিবন্ধকতার মধ্যেও তারা কীভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তা তুলে ধরেন কর্মশালায় উপস্থিত নারী নেত্রীরা। এছাড়া ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আকরামুল হক, স্থানীয় উন্নয়নকর্মীসহ মোট ৮৯ জন অংশগ্রহণ করেন।

কর্মশালায় ছয়জন নারী নেত্রী তাদের জীবনের সংগ্রাম, সাহস এবং সফলতার গল্প শেয়ার করেন। কেউ ঘরোয়া সহিংসতা মোকাবিলা করে নিজের পায়ে দাঁড়িয়েছেন, কেউ আবার স্বামী-পরিবারের বাধা অতিক্রম করে আয়বর্ধনমূলক উদ্যোক্তা হয়েছেন। তাদের অভিজ্ঞতা কর্মশালায় উপস্থিত অন্য নারীদের উৎসাহিত করে।