তারুণ্যের উৎসব উপলক্ষে রাজশাহী কলেজে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন
স্টাফ রিপোর্টার: তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নতুন ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহী কলেজে আন্তঃবিভাগ ঞ-১০ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর যহুর আলী। বেলুন, ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. সেরাজ উদ্দীন (ব্যবস্থাপনা), ক্রীড়া কমিটির আহ্বাযক ড. আবুল মজন চৌধুরী (রাষ্ট্রবিজ্ঞান) ও অন্যান্য সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন এ কলেজের শিক্ষার্থীবৃন্দ, সকল শিক্ষকবৃন্দ। এ খেলা ২৪টি বিভাগের মধ্যে অনুষ্ঠিত হবে এবং ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।











