ঢাকা | নভেম্বর ২৩, ২০২৫ - ১১:৩৬ অপরাহ্ন

অ্যাড. মকবুল হোসেন খানের মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, November 23, 2025 - 9:48 pm

স্টাফ রির্পোটার : রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সিনিয়র সদস্য মকবুল হোসেন খানের মৃত্যুতে রোববার রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম মাহমুদুর রহমান এর সভাপতিত্বে তার এজলাস কক্ষে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।

রেফারেন্সে মরহুমার কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম মাহমুদুর রহমান এবং বার সমিতির সিনিয়র সহ-সভাপতি মজিজুল হক। মরহুমের আত্মার শান্তি কামনা করে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করে মোনাজাত পরিচালনা করেন অ্যাড. শুয়াইব আকতার। বিভিন্ন আদালতের বিচারক এবং আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

পরে ১ নং বার ভবনের হল রুমে সমিতির সহ-সভাপতি মজিজুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ইমতিয়ার মাসরুর আল আমিনের পরিচালনায় শোক সভা অনুষ্ঠিত হয়।

সভায় মরহুমের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন পারভেজ তৌফিক জাহেদী, এন্তাজুল হক বাবু, শিরাজী শওকত সালেহীন এলেন প্রমুখ আইনজীবীগণ। সভায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন শুয়াইব আকতার।

উল্লেখ্য রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবী মকবুল হোসেন খান গত বৃহস্পতিবার বেলা অনুমান পোনে একটার দিকে ইন্তেকাল করেন।