সাপাহার সীমান্তে আম বাগান থেকে ট্যাপেন্টাডল-ইয়াবা উদ্ধার
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ১৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বামনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মজিবুর রহমান-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল আইহাই নামক গ্রামের আমবাগানের পাশে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।
আটককৃত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট সাপাহার থানায় জমা দেয়া হয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।











