ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১১:০৮ অপরাহ্ন

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আয়েশ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট: Saturday, November 22, 2025 - 9:06 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের মৃত শুকুর উদ্দিনের ছেলে বীরমুক্তিযোদ্ধা আয়েশ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

শনিবার বিকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের একটি আমবাগানে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর নেতৃত্বে শিবগঞ্জ থানার উপপরিদর্শক খোকন চন্দ্র ভৌমিকসহ পুলিশের একটি চৌকস দল এই বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।