ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১১:০১ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় আসলে নারীদের ক্ষমতায়ন করা হব: মিলন

  • আপডেট: Saturday, November 22, 2025 - 9:15 pm

স্টাফ রিপোর্টার: দীর্ঘ সতের বছরে দেশে বেকারত্বের হার বেড়েছে প্রায় দ্বিগুন। সেইসাথে কমেছে কলকারখানা। অনেক কারখানা বন্ধ হওয়ায় বেড়েছে বেকারত্ব। শুধু তাই নয় পতিত সরকার তার নেতাকর্মী আইন শৃংখলাবাহিনীর কিছু সদস্যদের দিয়ে দেশে মাদকের সম্রাজ্য গড়ে তুলেছিলেন। এতে করে যুব সমাজ নষ্ট হতে বসেছে। একদিকে বেকার অন্যদিকে মাদকের ছোবলে বিপর্যস্ত দেশ। শুধু তাই নয় আমরা বলি নারী স্বাধীনতা হয়েছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এখনো নারীরা পরিবারে মতামত দিতে পারেনা। দিলেও প্রায়ই সেটা অগ্রাহ্য করা হয়।

এজন্য বিএনপি ক্ষমতায় আসলে আগে যুবসমাজকে বাঁচাতে দেশকে মাদকদুক্ত এবং যুবসমাজ ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারীদের ক্ষমতায়ন করা হবে। সারা দেশের ন্যায় পবা-মোহনপুরকেও একই অবস্থায় নিয়ে আসা হবে।

শনিবার সন্ধ্যায় যুবদল নওহাটা পৌরসভা শাখার আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লার সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম সুমন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি সাবেক সভাপতি ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক-১ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক-২ মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুর রহমান শরিফ, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, মমিনুল ইসলাম মিলন, আজাদ সরকার, মাহাবুব রহমান, মতিউর রহমান মতি ও শামীম হোসেন। এছাড়াও নওহাটা পৌরসভার সকল ওয়ার্ড যুবদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ পাঁচশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।