ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১১:০৮ অপরাহ্ন

বাগমারায় ধানের শীষের বিশাল প্রচার মিছিল

  • আপডেট: Saturday, November 22, 2025 - 9:18 pm

বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার ধানের শীষ প্রতীকের মিছিলে ভবানীগঞ্জ বাজারে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

শনিবার বিকেলে ডিএম জিয়াকে বিজয়ী করতে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে ধানের শীষের পক্ষে বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদল, তাঁতীদল ও স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে যোগ দিতে ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভাসহ বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের কয়েক হাজার দলীয় নেতা-কর্মীরা হেলিপ্যাড মাঠে এবং উপজেলা শিশু শিল্পকলা চত্বরে জড়ো হন।

এরপর গোডাউন মোড় থেকে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে ডিএম জিয়াকে বিজয়ী করার লক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। প্রায় ঘণ্টাব্যাপী চলতে থাকা এই মিছিলটি একপর্যায়ে যেন গণজোয়ারের পরিণত হয়।

মিছিল শেষে উপজেলা শিশু শিল্পকলা চত্বরে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- বড়বিহানলী ইউপির চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, রাজশাহী জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক শামসুজজোহা বাদশা, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সৈয়দ আলী প্রমুখ।