ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১০:৪১ অপরাহ্ন

৮টি ইসলামী দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ ৩০ নভেম্বর

  • আপডেট: Saturday, November 22, 2025 - 9:49 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি ইসলামী দলের কেন্দ্রীয় কর্মসূচিরর অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় সমাবেশ আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠত হবে।

নগরীর মাদ্রাসা মাঠ অথবা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা শেষে এই তথ্য জানানো হয়। ইসলামী জোটের অন্যান্য দলগুলো হলো, ইসলামী আন্দােলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দালন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির সিদ্দিক হুসাইন, এ্যড. আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারী মো. শাহাদাৎ হোসাইনসহ মহানগরীর ও জেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ।