ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১০:৪১ অপরাহ্ন

সিএআরবি’র ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, November 22, 2025 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: সেন্টার ফর অ্যাকশন রিসার্চ-বারিন্দ ‘সিএআরবি’র ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজশাহীর এক রেস্টুরেন্টে সিএআরবি’র আয়োজনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সিএআরবি’র প্রতিষ্ঠাতা মরহুম ডা. এম. আসাদুজ্জামানের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইয়ুব খান, উপপরিচালক (নিবন্ধন ও নিয়ন্ত্রণ), সমাজসেবা অধিদপ্তর, নুসরৎ রাজী সভাপতি, কার্যনির্বাহী পরিষদ, সিএআরবি। সঞ্চালনা করেন আবদুর রকিব, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিএআরবি।

সেন্টার ফর অ্যাকশন রিসার্চ-বারিন্দ ‘সিএআর’বি ৩ বছর মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন নুসরৎ রাজী ও সাধারণ সম্পাদক নাসিমাতুল আলা।

আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত এই কমিটি থাকবে বলে জানা গেছে।