ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১০:৪২ অপরাহ্ন

রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, যাত্রীদের দুর্ভোগ চরমে

  • আপডেট: Saturday, November 22, 2025 - 10:00 pm

বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ৪৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শনিবার বিকাল পৌনে চারটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার রেললাইন অবরোধ করেন তারা। রাত সাড়ে ৮ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের আন্দোলন চলমান ছিল। সময় পেছানোকে ‘যৌক্তিক’ সময় আখ্যা দিয়ে এগ্রোনোমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আকতার বলেন, ‘আমাদের প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য মাত্র দুমাস সময় দেওয়া হয়েছে যা একদম অযৌক্তিক। আমরা এই সময় পিছিয়ে একটা যৌক্তিক সময়ে লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।’

আরেক আন্দোলনকারী এবং শাখা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, ‘এগার’শ মার্কের লিখিত পরীক্ষার জন্য মাত্র দুইমাস কোনভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়৷ আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও পিএসসি তাদের একরোখা মনোভাব-ই পোষণ করে রেখেছে৷ লিখিত পরীক্ষার দুইমাস আগে রুটিন প্রকাশ করার কথা থাকলেও পিএসসি এবার একমাস আগে সেটা করেছে৷ অর্থাৎ পিএসসি নিজেই নিজের রোডম্যাপ লঙ্ঘন করেছে৷ তারা ৪৬ বিসিএস কে সময় দেওয়ার জন্য আমাদের প্রিলিমিনারি পরীক্ষার সময় পরপর তিনবার পিছিয়েছে৷’

শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে লিখিত পরীক্ষার সময় পেছানোর জন্য আন্দোলন করছি। আমাদের এই দাবির সাথে দেশের সকলে সংহতি জানালেও পিএসসি’র টনক নড়েনি। আমরা চাই যেন লিখিত পরীক্ষার সময় পেছানো হয়, যাতে আমরা সিলেবাস শেষ করে অন্যান্যদের সাথে প্রতিযোগিতা করতে পারি।’

অবরোধের ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ চলছিল। বিকেল থেকে তারা রেললাইনে বসে থাকলেও সন্ধ্যায় আগুনও জ্বালানো হয়েছে। কয়েকটি ট্রেন আটকে আছে স্টেশনে। রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষমান যাত্রীদেরও দুর্ভোগ চরমে পৌঁছেছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার আবদুল মালেক জানান, বিকেল ৪টায় রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেনের। সেটি স্টেশনে আটকে আছে। ঢালারচরমুখী ঢালারচর এক্সপ্রেস আটকে আছে বিকেল ৫টা ২০ মিনিট থেকে। ঈশ্বরদীর উদ্দেশ্যে সন্ধ্যা ৭টায় একটি কমিউটার ট্রেন যাওয়ার কথা থাকলেও সেটিও আটকে আছে। তিনি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে আছে। অবরোধের কারণে ট্রেনটি রাজশাহী ঢুকতে পারছে না। রাত ১১টা ২০ মিনিটে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার কথা আছে। সেটিরও বিলম্ব হতে পারে।