ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১০:৫৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট গঠন

  • আপডেট: Saturday, November 22, 2025 - 9:12 pm

প্রেস বিজ্ঞপ্তি: চাঁপাইনবাবগঞ্জের ফুড ক্লাবে গতকাল শনিবার সৌরবিদ্যুতের সম্ভাবনা ও প্রয়োগ নিয়ে একটি সংক্ষিপ্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফেড গঠন করা হয়।

পরিবর্তন ক্লিন ও বিডব্লিউজিইডির এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন সাংবিদক ডাবলু কুমার ঘোষ, আশরাফুল ইসলাম, মাহবুব দোলন, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রনি রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা। বক্তারা তাদের আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সোলার এনার্জির গুরুত্ব, টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে এর ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।