ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১১:১৭ অপরাহ্ন

সারাদেশের ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচনের দাবি ডাকসু ভিপির

  • আপডেট: Saturday, November 22, 2025 - 10:08 pm

স্টাফ রিপোর্টার: সারা দেশের ক্যাম্পাসে বর্তমানে একটি সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে ডাকসুর ভিপি সাদিক কায়েম অবিলম্বে রাজশাহী কলেজসহ দেশের সকল ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন।

শনিবার বেলা ১১টায় রাজশাহী কলেজ মাঠে কলেজের অনার্স ১ম বর্ষ এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের নবীন বরণ-ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এ দাবির কথা জানান।

ছাত্র সংসদকে ক্যাম্পাসের সকল সমস্যার সমাধানের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করে ভিপি সাদিক কায়েম বলেন, “শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই এই ক্যাম্পাসকে নেতৃত্ব দিবেন। আপনাদের সমস্যা সংকট সবকিছু ছাত্রনেতাদের মাধ্যমে উঠে আসবে এবং এই সমস্যার সমাধান ছাত্র নেতৃত্বদের মাধ্যমেই হওয়া সম্ভব।”

তিনি আরো বলেন, “আবাসন সমস্যা থেকে শুরু করে যাবতীয় ক্যাম্পাসের সকল সমস্যা দূরীকরণে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ছাত্র সংসদই এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে।” তিনি রাজশাহী কলেজের গ্রীন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস হিসেবে পরিচিতি পাওয়ার ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ও রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দীন প্রমুখ।