ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১১:২১ অপরাহ্ন

রাজশাহীর দুটি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

  • আপডেট: Saturday, November 22, 2025 - 9:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা।

শনিবার বিকেলে পবা উপজেলার খড়খড়ি ও গোদাগাড়ীর সিঅ্যান্ডবি মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

বিকেলে রাজশাহী-১ আসনের আরেক মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা গোদাগাড়ীর মহিষালবাড়ি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক হয়ে সিঅ্যান্ডবি মোড়ে যায়। এরপর নেতাকর্মীরা সেখানে শুয়ে পড়ে সন্ধ্যা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দুইপাশে দীর্ঘ যানজট দেখা দেয়।

এ কর্মসূচিতে সুলতানুল ইসলাম তারেকের ছোটভাই সাইফুল ইসলাম হীরকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তারা এ আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি জানান। অভিযোগ করেন, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনএমের প্রার্থী হতে চেয়েছিলেন।

এদিকে রাজশাহী-৩ আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিল করার দাবিতে পবা উপজেলার খড়খড়ি এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভ করেন মনোনয়ন বঞ্চিত নেতা রায়হানুল আলম রায়হানের সমর্থকেরা।

বক্তব্য রাখেন- পারিলা ইউনিয়ন বিএনপির নেতা খায়রুল ইসলাম, পবা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান প্রমুখ। সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ শেষে নেতাকর্মীরা ঘোষণা দেন, প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি থাকবে।