দামকুড়া থানার অভিযানে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি শুভ ইসলাম (২৫), রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টায় মহানগরীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামের তত্বাবধানে এসআই মাসুদ কবিরের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম দামকুড়া বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শুভ শিতলাই এলাকায় গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদের পরিপ্রেক্ষিতে দামকুড়া থানা পুলিশের ঐ টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে শুভকে আটক করে। পরে তাকে তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামকুড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।









