ঢাকা | নভেম্বর ২১, ২০২৫ - ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম

ভূমিকম্পের পরে শেরে বাংলা ফজলুল হক হল পরিদর্শনে রাবি উপ-উপাচার্য

  • আপডেট: Friday, November 21, 2025 - 10:10 pm

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা:

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান শুক্রবার ভূমিকম্পের পরে শেরে বাংলা ফজলুল হক হল পরিদর্শন করেছেন।

এসময় তাঁরা হলের ভৌত অবকাঠামোর অবস্থাসহ শিক্ষার্থীদের আবাস কক্ষ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি হলের অবকাঠামোর বর্তমান অবস্থা নিরূপণ ও পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

শেরে বাংলা ফজলুল হক হল পরিদর্শনকালে প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, হলের প্রাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শরীফুল ইসলাম ও আবাসিক শিক্ষকবৃন্দ এবং হল ছাত্র সংসদের সহ-সভাপতি রানা হোসাইনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে প্রশাসন-১ এর কনফারেন্স কক্ষে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারসহ রাকসু নেতৃবৃন্দ এবং শেরে বাংলা ফজলুল হক হল সংসদের নেতৃবৃন্দ আলোচনায় মিলিত হন। সেখানে হলের আবাসন ঝুঁকি পর্যালোচনা এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।