ঢাকা | নভেম্বর ২১, ২০২৫ - ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম

পবায় ছাত্রদলের মানবিক উদ্যোগ

  • আপডেট: Friday, November 21, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আল ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে পবা উপজেলা ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য আসলাম, পবা উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রিন্স, পবা উপজেলা ছাত্রদল সদস্য ও পারিলা ইউনিয়ন ছাত্রদল সভাপতি হুমায়ুন কবীর, পবা উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য আশিক আহম্মেদ অনন্ত, হরিয়ান ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাকিব, বড়গাছী ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাসুম কবীর সরকার এবং সাধারণ সম্পাদক শামীম রেজা।

এছাড়াও উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আমিন আল মারুফ, হুজুরীপাড়া ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, কাজী নজরুল কলেজ ছাত্রদল সভাপতি মাহফুজ, ছাত্রনেতা রাজন, সিজান, ইমনসহ স্থানীয় আরও অনেক ছাত্রদলের নেতাকর্মী। এসময় ছাত্রদল নেতারা বলেন, ছাত্রদল সবসময় শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নের কর্মকাণ্ডে যুক্ত থেকে ভবিষ্যত প্রজন্মকে সহায়তা করে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে এসব সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনের ইতিবাচক ভূমিকা আরও জোরদার হবে বলে তারা মন্তব্য করেন।