ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১:১১ পূর্বাহ্ন

শিরোনাম

রাবিতে ৪র্থ আইইইই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

  • আপডেট: Friday, November 21, 2025 - 10:42 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদ গ্যালারিতে গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় ৪র্থ IEEE International Conference on Signal Processing, Information, Communication and Systems (SPICSCON ২০২৫)-এর বর্ণাঢ্য উদ্বোধন।

বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের ও বিদেশের গবেষক, শিক্ষাবিদ এবং প্রযুক্তিবিদরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান। সভাপতিত্ব করেন সম্মেলন আয়োজন কমিটির চেয়ার এবং তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর হালিদা হোমায়রা।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষকদের ১৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে এবং সিগন্যাল প্রসেসিং, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক সিস্টেম ডিজাইনসহ বিভিন্ন সাম্প্রতিক গবেষণা ক্ষেত্র নিয়ে আলোচনা হবে বলে নির্ধারিত রয়েছে। SPICSCON ২০২৫ সম্মেলনটি গবেষকদের মধ্যে জ্ঞান-বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ গবেষণা সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।