রাজশাহীতে শ্বশুরবাড়িতে মিমাংসা করতে গিয়ে মারধরের শিকার গ্রাম পুলিশ
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে শ্বশুরবাড়িতে মিমাংসা করতে গিয়ে শ্যালকের হামলার শিকার হয়েছেন এক গ্রাম পুলিশ।
শুক্রবার বিকেল উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই গ্রাম পুলিশের নাম আবু বাক্কার (৪২)। তাকে জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাতে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। আহত গ্রাম পুলিশ আবু বাক্কার বলেন, তার শ্বাশুড়ি বিধবা।
তার একমাত্র ছেলে শহিদ শেখ ও তার স্ত্রী তার শ্বাশুড়িকে নানা ভাবে অত্যাচার করে। গত ৪দিন ধরে তারা তার শ্বাশুড়িকে ভাত খেতে দেননি। এমন কী গত পরশু রাত থেকে শ্বাশুড়িকে বাড়ির বাইরে রেখেছেন।
এমন খবর পেয়ে শুক্রবার বিকেল শ্বশুরবাড়িতে যাই মিমাংসা করতে। পরে শ্যালক শহিদ শেখ ও তার স্ত্রী লাবনীর কাছে জানতে চাই কেন তারা মাকে ভাত দিচ্ছেন না।
এসময় শ্যালক শহিদ ও তার স্ত্রী উত্তেজিত হয়ে দুই পাশ থেকে লোহার রোড নিয়ে আমার ওপর হামলা করে। আমাকে বেধড়ক মারপিট করে জখম করে। পরে আমি জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয় লোকজন আমাকে হাসপাতালে ভর্তি করে।
গ্রাম পুলিশের শ্বাশুড়ি জোহুরা বেওয়া বলেন, আমার ছেলে ও ছেলের বউ আমাকে চার দিন থেকে ভাত খেতে দেয়নি। আমি অনাহারে আছি। গতদিন বাড়ির বাইরে রাত যাপন করছি। আমার জামাইকে ডেকে ছিলাম মিমাংসা করতে। সে আসলে জামাইকে তারা মারধোর করে।
অভিযুক্ত সহিদ শেখ বলেন, আমার বাড়ি আমার ঘর। আমার বাবা বাড়ি আমাকে রেজিষ্ট্রি করে দিয়ে গেছেন। আমার বাড়িতে এসে বোন ও জামাইরা আমাকে মারধোর করার সময় তারা নিজে নিজেরাই পড়ে গিয়ে জখম হয়েছেন। এখন আবার তারাই নাকি আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
জানতে চাইলে দুর্গাপুর থানার উপ পরিদর্শক শাহজাহান মিয়া বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। আহত গ্রাম পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।









