ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরা হল না শিশু জোহানের

  • আপডেট: Friday, November 21, 2025 - 10:12 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের একটি মসজিদে জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার সময় অটোভ্যানের ধাক্কায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত ওই শিশুর নাম শামিম হোসেন জোহান।

শুক্রবার ওই গ্রামের বাসিন্দা এনজিও কর্মকর্তা জহুরুল ইসলামের সঙ্গে তার ছয় বছরের শিশু শামিম হোসেন জোহান জুম্মার নামাজ আদায় করতে গ্রামের একটি মসজিদে যায়। নামাজ শেষে বাবার হাত ধরেই সে বাড়ি ফিরছিল।

এ সময় বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে পাকা রোডের ওপর ইঞ্জিন চালিত একটি অটোভ্যান পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই শিশু রোডের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ওই শিশু মারা যায়।