ঢাকা | নভেম্বর ২২, ২০২৫ - ১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

পাবনায় বিএনপির কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ

  • আপডেট: Friday, November 21, 2025 - 10:00 pm

পাবনা প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু আলামত উদ্ধার করেছে। এ ঘটনার জন্য ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন। জহুরুল ইসলাম বকুল জানান, ফরিদপুর থানা পাড়া এলাকায় অবস্থিত ফরিদপুর উপজেলা বিএনপির কার্যালয় লক্ষ্য করে বৃহস্পতিবার রাত ১২টার পর কোন এক সময় ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করা হয়।

ককটেলের আঘাতে অফিসের দড়জা ভেঙে গেলে ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়। সকালে বিএনপির নেতা কর্মী ও পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেন। ফরিদপুর থানার অফিসার ইনচার্জ শাফিউল আজম জানান, শুক্রবার সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থন পরির্দশন করেন। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও একটি গুলির গোসা উদ্ধার করা হয়েছে।

ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল আরো বলেন, কিছু দিন আগে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। সেই রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। দলের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।